Frequently Ask Questions

How can we help you ?

Have any questions?

সফটওয়্যার কোম্পানি বা আইটি জব বা ফ্রিল্যান্সিং করতে চান, তাদের জন্য সাজানো হয়েছে আমাদের কোর্সগুলো। একদম শূন্য থেকে একজন যোগ্য ক্যান্ডিডেট হতে সাহায্য করাই আমাদের কাজ। যারা প্রোগ্রামিং বা যারা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানেন না তাদের জন্য যেমন কোর্স রয়েছে তেমনি যারা কম্পিউটার সায়েন্স এ পড়াশুনা করেছেন তাদের জন্য ও কোর্স রয়েছে। প্রত্যেক কোর্স এর মধ্যে টার্গেট অডিয়েন্স লিখা আছে কোন কোর্স কাদের করা উচিত।

আমাদের প্রত্যেক কোর্স এর মধ্যে প্রি-রিকুইসাইট লিখা আছে। বিগিনার লেভেল এর কিছু কোর্স যেমন কম্পিউটার থাকলেই করা যাবে, তেমনি অ্যাডভান্সড কোর্স করতে আপনার যথেষ্ট জ্ঞান থাকতে হবে।

1) কম্পিউটার থাকা এবং কম্পিউটার চালানো জানলে আমাদের বিগিনার লেভেল এর বেশিরভাগ কোর্স করতে পারবে।
2) intermediate লেভেল এর কোর্স করতে: বিগিনার লেভেল এর জ্ঞান থাকার পাশে pre-রিকুইসাইট এর জ্ঞান প্রয়োজন।
3) এডভান্সড লেভেল এর কোর্স এর জন্য ভালো মানের নলেজ প্রয়োজন। আমরা এইসব কোর্স করতে সবাইকে encourage করি না। যে নিজে ঐটুকু এক্সপার্ট তার করা উচিত। আমরা এডভান্সড কোর্স এর জন্য এনরোলেমেন্ট টেস্ট দিয়ে থাকি। কিছু intermediate লেভেল কোর্স এর মধ্যে ও দিব ভবিষ্যতে। এনরোলেমেন্ট টেস্ট এর জন্য pre-requisite এর নলেজ হবে প্রস্তুতি এর জন্য। প্রাতিষ্ঠানিক শিক্ষা কোন টপিক এ সেটা এখানে mandatory নয়। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলে আপনার জন্য অনেক কিছু শিখা সহজ হবে।

অনলাইন এ হওয়াতে করতে পারবে যেকোনো সময়। আপনার যা শিখা দরকার বা যেখানে পরবর্তী জব দরকার তা আছে কিনা দেখতে হবে what you will learn এবং বেনিফিট থেকে। এরপর আপনার pre-requisite দেখে আপনি কোর্স এ এনরোল করতে পারবেন।

আমাদের প্রত্যেক কোর্স এর জন্য আলাদা রিকোইরেমেন্টস বা প্রি-রিকুইসাইট রয়েছে, কিছু কোর্স করতে যেমন কম্পিউটার চালানোর ধারণা থাকা প্রয়োজন তেমনি কিছু কোর্স এ উচ্চতর জ্ঞান থাকা প্রয়োজন। তবে আপনার হাতে সময় না থাকলে কোর্স করা উচিত হবে না।

আপনি ডিসিশন নিতে না পারলে কোন কোর্স করা উচিত আমাদের ফ্রী মেন্টরিং সার্ভিস এ রেজিস্ট্রেশন করুন।

আমাদের মক ইন্টারভিউ সার্ভিস নিয়ে নিজেকে যাচাই এর সুযোগ রয়েছে। আপনার desired কোম্পানি এর desired পোস্ট এর আলোকে মক ইন্টারভিউ হবে।

হার্ড স্কিল হচ্ছে একধরণের ব্যাবহারিক দক্ষতা যা সুনির্দিষ্ট কাজে প্রয়োগ করে সঠিক মূল্যায়ন করা সম্ভব। উদহারণ: কোনো টেকনিক্যাল বা সফটওয়্যার বা প্রোগ্রামিং এর কাজ করতে পারা। VS কোড যেমন একটি কোডিং সফটওয়্যার তেমনি ডিজাইন এর জন্য এডোবি ফটোশপ এ কাজ করতে পারাও একধরণের হার্ড স্কিল বা ব্যবহারিক দক্ষতা। আপনি যদি পাইথন প্রোগ্রামিং পারেন, তাহলে বলা যাবে আপনার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর হার্ড স্কিল রয়েছে। সফট স্কিলস মূলত আপনার ব্যক্তিত্বের সাথে অনেকটা সম্পর্কিত যা সুনির্দিষ্ট উপায়ে যথাযথ মূল্যায়ন করা যায় না। যেমন: নেটওয়ার্কিং, লিডারশিপ, পাবলিক স্পিকিং, আত্মবিশ্বাস। বিভিন্ন ইন্ডাস্ট্রি ও ক্যারিয়ারের ধরনের ভিত্তিতে হার্ড স্কিল ও সফট স্কিল আলাদা হয়।